Wellcome to National Portal

আগস্ট ০১-১৫ পর্যন্ত/২০২৫ মাসে মোট অভিযান-২২টি, নিয়োমিত অভিযান-০৭টি, মোবাইল কোর্ট অভিযান-১৫টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৬টি, মোট আসামী- ০৬টি, আলামত- গাঁজা- ১২০ গ্রাম, ইয়াবা- ০৪ পিস, বিদেশী মদ-১০০ মিলি। স্টিকার-১০০টি, লিফলেট-৫০টি বিতরণ করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

মাদকবিরোধী অভিযান পরিচালনা করা, মাদক মামলা দায়ের, মাদক মামলা তদন্ত, এফআইআর দাখিল, চার্জশীট দাখিল, মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে অবৈধ মাদক ব্যাবসায়ীদের তালিকা তৈরী, বিজ্ঞ আদালতে স্বাক্ষ্য প্রদান, রাজস্ব আদায়, মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, নারকোটিক্স ড্রাগস এন্ড প্রিকারসর কেমিক্যাল কন্ট্রোল, এ্যালকোহল জাতীয় দ্রব্যাদির নিয়ন্ত্রণ।