Wellcome to National Portal

আগস্ট ০১-১৫ পর্যন্ত/২০২৫ মাসে মোট অভিযান-২২টি, নিয়োমিত অভিযান-০৭টি, মোবাইল কোর্ট অভিযান-১৫টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৬টি, মোট আসামী- ০৬টি, আলামত- গাঁজা- ১২০ গ্রাম, ইয়াবা- ০৪ পিস, বিদেশী মদ-১০০ মিলি। স্টিকার-১০০টি, লিফলেট-৫০টি বিতরণ করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন: মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া।

 

মিশন:

দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে এনফোর্সমেন্ট ও আইনী কার্যক্রম জোরদার, মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনা।