Wellcome to National Portal

এপ্রিল/২০২৫ মাসে মোট অভিযান-৫৮টি, নিয়োমিত অভিযান-২১টি, মোবাইল কোর্ট অভিযান-৩৭টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৮টি, মোট আসামী- ০৮টি, আলামত- গাঁজা- ৩৫৩ গ্রাম। ০১(এক)টি কুরিয়ার সার্ভিস পরিদর্শন করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

বিগত ০৩ (তিন) বছর (২০২১, ২০২২ ও ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর) ১৩৯৩টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৪৬ টি মামলা দায়েরপূর্বক ২৪৭জন মাদক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় ৩৯৮৪ পিস ইয়াবা, ২৮ বোতল ফেন্সিডিল, ১ কেজি ১০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মাদকবিরোধী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কিয়োস্ক ৩০ টি, অ্যাম্বুস ফেস্টুন ৫৪৫ টি, জ্যামিতি বক্স ১৯৩০ টি, স্কেল ৪৬০০ টি, হ্যান্ডস্যানিটাইজার ২১০০ টি, মাস্ক ৩০০০ পিস, লিফলেট ৩০,৭২০ টি, স্টিকার ৩৭২০ টি, ক্যালেন্ডার ৬০০টি, ফোল্ডার ৩০০টি, বিল বোর্ড ১৫ টি, কলম ৩০০টি, খাতা ৩০০টি, ঘড়ি ৫০টি, ছাতা ৫০টি, ব্যাগ ১৫০টি, মগ ২৫০টি, টি-শার্ট ১২০০টি বিতরণ করা হয়। এবং অপারেশন কালে জনতার উদ্দেশ্যে ১৩০টি পথ সভা করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ১১০ টি, সেমিনার ৪০টি, এনজিও আলোচনাসভা ০২টি, শর্টফিল্ম প্রদর্শন ৪০টি, উইনিয়ন ভিত্তিক আলোচনা সভা ০১টি, বিভিন্ন স্থানে আলোচনাসভা ১০টি, মিডিয়া আলোচনা সভা ০৪টি, টিভিসি ৬০টি, কারাগারে আলোচনাসভা ০৭টি, প্রতিষ্ঠানভিত্তিক আলোচনাসভা ৪০টি করা হয়েছে।