Wellcome to National Portal

ফেব্রুয়ারি/২০২৫ মাসে মোট অভিযান-৫৮টি, নিয়োমিত অভিযান-২১টি, মোবাইল কোর্ট অভিযান-৩৭টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৯টি, মোট আসামী- ০৯টি, আলামত- ১ কেজি  ৩৯৫ গ্রাম গাঁজা, ইয়াবা- ০৩ পিস। ০২(দুই)টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকদ্রব্েযর অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। ০২(দুই)টি ধর্মীয় ও ০১(এক)টি সামাজিক প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। এবং ০২(দুই)টি কুরিয়ার সার্ভিস পরিদর্শন করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাদকদ্রব্য ‍নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠি এর অভিযানে ভ্রাম্যমানে আদালতে গাঁজা ব্যবসায়ীর ১ বছরের সাজা।
বিস্তারিত
#ডিএনসি(DNC)_ঝালকাঠি#
=====================================
১৯শে অক্টোবর, ২০২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আহমেদ হাছান, ঝালকাঠি এর নেতৃত্বে এবং জনাব মোঃ এনায়েত হোসেন সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর দিক নির্দেশনা ডিএনসি টিম নলছিটি থানাধীন ঈশ্বরকাটি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসামি মোঃ কামরুজ্জামান মল্লিক (৪৮), পিতা- মৃত আব্দুল কাদের মল্লিক, সাং- ঈশ্বরকাটি, থানা- নলছিটি, জেলা-ঝালকাঠিকে ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের কল্কিসহ গ্রেফতার করা হয় । ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আসামিকে এক (০১) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা করেন।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
20/10/2020