Wellcome to National Portal

ফেব্রুয়ারি/২০২৫ মাসে মোট অভিযান-৫৮টি, নিয়োমিত অভিযান-২১টি, মোবাইল কোর্ট অভিযান-৩৭টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৯টি, মোট আসামী- ০৯টি, আলামত- ১ কেজি  ৩৯৫ গ্রাম গাঁজা, ইয়াবা- ০৩ পিস। ০২(দুই)টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকদ্রব্েযর অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। ০২(দুই)টি ধর্মীয় ও ০১(এক)টি সামাজিক প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। এবং ০২(দুই)টি কুরিয়ার সার্ভিস পরিদর্শন করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ একজন মাদকব্যবসায়ী গ্রেফতার
বিস্তারিত
#ডিএনসি(DNC)_ঝালকাঠি#
=====================================
১৬ই সেপ্টেম্বর, ২০২০ জনাব মোঃ এনায়েত হোসেন সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠি এর নেতৃত্বে ডিএনসি টিম সদর থানাধীন বাউকাঠী কালি আন্দার গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোঃ পান্না হাওলাদার (৩০), পিতা- হালিম হাওলাদার , মাতা-হেনারা বেগম ঝালকাঠিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক ছানোয়ার হোসেন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
17/09/2020