Wellcome to National Portal

ফেব্রুয়ারি/২০২৫ মাসে মোট অভিযান-৫৮টি, নিয়োমিত অভিযান-২১টি, মোবাইল কোর্ট অভিযান-৩৭টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৯টি, মোট আসামী- ০৯টি, আলামত- ১ কেজি  ৩৯৫ গ্রাম গাঁজা, ইয়াবা- ০৩ পিস। ০২(দুই)টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকদ্রব্েযর অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। ০২(দুই)টি ধর্মীয় ও ০১(এক)টি সামাজিক প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। এবং ০২(দুই)টি কুরিয়ার সার্ভিস পরিদর্শন করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠি এর অভিযানে গাঁজা ,ইয়াবা ও বিয়ারসহ ২ জন আসামি গ্রেপ্তার
বিস্তারিত
#ডিএনসি(DNC)_ঝালকাঠি# #ঝালকাঠির_নলছিটি_থানায়_১৫_পিস_ইয়াবা,৫০_গ্রাম_গাজা_ও_২_ক্যান_বিয়ার_সহসহ_২জন_আসামী_গ্রেফতার # ===================================== ২৬শে সেপ্টেম্বর, ২০২০ জনাব মোঃ এনায়েত হোসেন সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠি এর নেতৃত্বে ডিএনসি টিম নলছিটি থানাধীন নলছিটি ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোছাঃ হ্যাপি আক্তার(২২), স্বামী-মোঃ শাহিন সরদারকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় ।অভিযান কালীন সময়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন সরদার ও তার বাবা একাধিক মামলার আসামি আনিসুর রহমান সরদার অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় । পলাতক আসামিদ্বয়কে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে । আসামিদের বিরুদ্ধে পরিদর্শক ছানোয়ার হোসেন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর এক অভিযানে নলছিটি থানাধীন খাস মহল রোড এলাকায় মোঃ সাইফুল ইসলাম অপূর্ব (২৭), পিতা-মোঃ বারেক বেপারী,মাতা-মোসা: ফিরোজা বেগমকে ২ ক্যান বিয়ারসহ গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এস.আই মোঃ মনজুরুল হক বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/09/2020