Wellcome to National Portal

ফেব্রুয়ারি/২০২৫ মাসে মোট অভিযান-৫৮টি, নিয়োমিত অভিযান-২১টি, মোবাইল কোর্ট অভিযান-৩৭টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৯টি, মোট আসামী- ০৯টি, আলামত- ১ কেজি  ৩৯৫ গ্রাম গাঁজা, ইয়াবা- ০৩ পিস। ০২(দুই)টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকদ্রব্েযর অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। ০২(দুই)টি ধর্মীয় ও ০১(এক)টি সামাজিক প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। এবং ০২(দুই)টি কুরিয়ার সার্ভিস পরিদর্শন করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নভেম্বর/২০২৪ মাসের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝালকাঠির কার্যক্রম।
বিস্তারিত

মোট অভিযান-৬১টি, নিয়োমিত অভিযান-২৪টি, মোবাইল কোর্ট অভিযান-৩৭টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-১১টি, মোট আসামী- ১১টি আলামত- ৩১৫ গ্রাম গাঁজা, ন্যালবুফাইন ইনজেকশন-২১০অ্যাম্পুল।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেকরণীয় শীর্ষক "মাদকবিরোধী সেমিনার" এর আয়োজন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপক: জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি মহাপরিচালক (গ্রেড-১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মাদকবিরোধী স্লোগান সংবলিত লিফলেট-২৫০টি, জ্যামিতি বক্স- ১৫০টি, স্কেল-১৫০টি, স্টিকার ২৫০টি, খাতা-১২০টি, কলম- ১২০টি, ফোল্ডা-১২০টি বিতরণ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/12/2024
আর্কাইভ তারিখ
31/12/2024