Wellcome to National Portal

ফেব্রুয়ারি/২০২৫ মাসে মোট অভিযান-৫৮টি, নিয়োমিত অভিযান-২১টি, মোবাইল কোর্ট অভিযান-৩৭টি, নিয়মিত মামলা নেই, মোবাইল কোর্ট মামলা-০৯টি, মোট আসামী- ০৯টি, আলামত- ১ কেজি  ৩৯৫ গ্রাম গাঁজা, ইয়াবা- ০৩ পিস। ০২(দুই)টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকদ্রব্েযর অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। ০২(দুই)টি ধর্মীয় ও ০১(এক)টি সামাজিক প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। এবং ০২(দুই)টি কুরিয়ার সার্ভিস পরিদর্শন করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অক্টোবর ২০২৪ মাসের জেলা কার্যালয়, ঝালকাঠির মামলা সংক্রান্ত তথ্য
বিস্তারিত

গত ০১/১০/২০২৪ খ্রিঃ তারিখ হতে ৩১/১০/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝালকাঠি কর্তৃক মোট অভিযান পরিচালনা করা হয়- ৬২টি, মোট মামলা-১০টি (নিয়মিত মামলা দায়ের করা হয়- ০১টি, মোবাইল কোর্ট মামলা- ০৯টি), মোট আলামত- ০১ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ন্যালবুফাইন ইনজেকশন- ০৪ অ্যাম্পুল, ইয়াবা- ৩৫ পিস

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/11/2024
আর্কাইভ তারিখ
30/11/2024